বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৭ মে ২০২৪, ০০:০০

কচুয়ায় জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

অনলাইন ডেস্ক
কচুয়ায় জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের, ২০২৩-২৪’ আওতায় ১৬ মে বেলা ১টায় কচুয়া উপজেলার দক্ষিণ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী। জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন সুলতানা, দক্ষিণ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আফরোজ, সহকারী শিক্ষক মোহাম্মদ আকবর হোসেন এবং মোঃ এমাম হোসেন প্রমুখ। মহিলা সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩, পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারসহ নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া ও জেন্ডার সমতা বিষয়ে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত বক্তব্য প্রদান করা হয়।

মহিলা সমাবেশে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়