প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
পুরাণবাজার রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে স্নানযাত্রার মহাপ্রসাদ বিতরণ
দেশের বিভিন্ন স্থানের ন্যায় ১৬ এপ্রিল মঙ্গলবার ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব মহাষ্টমী স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে ব্যাপক ধর্মীয় কার্যক্রম পরিলক্ষিত হয়।
মহাষ্টমী স্নানযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে রাধা মুরারী মোহনের বিশেষ পূজা, ভোগ নিবেদন, কীর্তনসহ মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। স্নানযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ভক্ত নরনারীগণ মেঘনা নদীতে স্নান করে মন্দির প্রাঙ্গণে সমবেত হন। তারা মন্দির প্রদক্ষিণসহ ভগবান মুরারী মোহনের কাছে নিজেদের সুখ শান্তি ও দেশের কল্যাণ কামনাপূর্বক সারিবদ্ধ হয়ে মহাপ্রসাদ গ্রহণ করেন। তারা মন্দিরে স্থাপিত ভগবান শিবের সন্তুষ্টি কামনায় ভগবান শিবের নিকটও পূজা অর্চনা করেন। এ সময় ভক্তদের উলুধ্বনি আর হরিনাম কীর্তনে মন্দিরের আশপাশে ধর্মীয় অনুভূতি ছড়িয়ে পড়ে।
আগত ভক্তদের মাঝে মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান রিপন সাহাসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ভক্তদের প্রসাদ গ্রহণে সহযোগিতা প্রদান পূর্বক তাদেরকে স্বাগত জানান।
উল্লেখ্য, মহাষ্টমী স্নানযাত্রা উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এদিন হরিসভা রোডস্থ মেঘনা নদীর পাড়ে মহাষ্টমী স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত সূর্য উদিত হওয়া থেকে বিকেল পর্যন্ত পুণ্য অর্জনের নিমিত্তে জোয়ার ভাটা সম্বলিত মেঘনার জলে স্নানক্রিয়া সম্পন্ন করেন। এই উপলক্ষ্যে হরিসভা এলাকাজুড়ে মেলাও বসে।