প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০
ইফার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১টায় ইফার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনায় এবং জীবিতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়া হাফেজগণ কোরআন খতম করেন।
ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার প্রমুখ।
জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মুহাঃ সফি উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম, মউশিক শিক্ষক সমিতির সহ-সভাপতি হাফেজ মাওঃ মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মাওঃ পীরজাদা খাজা জোবায়ের।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ষোলঘর নূরানী মসজিদের ইমাম মাওলানা মোঃ সানাউল্লাহ। প্রিয় নবী রাসুলের শানে নাতে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম পরিবেশন করেন বাইতুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা এম এ খালেক ও মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ জাহিদুল হক ও মোঃ ছিদ্দিকুর রহমানসহ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন মসজিদের ইমামগণ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর জেলার উপজেলা পর্যায়ে ১২৩৬টি কেন্দ্রে একযোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল, জেলা এবং উপজেলা পর্যায়ে পবিত্র কুরআন খতম করা হয়েছে। এছাড়া জেলার ৭২৫০টি মসজিদে বাদ আসর বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে বলে ইফার অফিস সূত্রে জানা গেছে।