বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

শহিদ বুদ্ধিজীবী দিবসে জীবনদীপের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মোঃ ইয়াসির আরাফাত

দেশকে মেধাশূন্য করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিলো

স্টাফ রিপোর্টার ॥
দেশকে মেধাশূন্য করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিলো

‘মানবের কল্যাণে তোমার জয় অনিবার্য, জীবন জয়ের হৃদ্যতা নিয়ে দাঁড়াও পাশে বন্ধু’ এ স্লোগানকে ধারণ করে পথচলা মানব উন্নয়ন সেবামূলক সংস্থা জীবনদীপের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ফিডার রোডস্থ জীবনদীপের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে প্রধান অলোচকের বক্তব্য রাখেন জীবনদীপের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সংগঠক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার।

জীবনদীপের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অজিত সাহার সভাপতিত্বে এবং পরিচালক মৃদুল কান্তি দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সানাউল্লা মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের অধ্যাপক দীপক চক্রবর্তী, জীবনদীপের উপদেষ্টা চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ মাসুদ রানা।

জীবনদীপের রক্তদাতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসে একটি বেদনাহত দিন। ১৯৭১ সালের এইদিনে হানাদার পাকিস্তানিরা যখন বুঝতে পারলো তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা একটি নীলনকশা প্রণয়ন করে। তারা বুঝতে পারলো, বাংলাদেশ স্বাধীন হলে দেশটি গড়ে তুলতে বুদ্ধিজীবীরা সোচ্চার হবেন এবং তাদের মেধা দিয়ে তারা দেশটি গড়ে তুলতে চেষ্টা করবেন। তাই তারা বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশার অংশ বাস্তবায়নে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের নামের তালিকা তৈরিপূর্বক তাদেরকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিলো বাঙালি জাতিকে মেধাশূন্য করে দেয়া।

তিনি জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণসহ সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, জীবনদীপ একটি সেবামূলক মানবিক সংগঠন। তারা মানুষ ও মানবতার জন্যে কাজ করছেন। যতটুকু জানতে পেরেছি, সংগঠনটি মানবিক সেবা নিয়ে মানুষের মাঝে কাজ করছেন, বিনামূল্যে রক্ত দিয়েছেন দেশের বহু মানুষকে। আমরা যদি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সকলকে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। কাজ করতে হবে জীবনদীপের মত। যাতে মানুষ উপকৃত হন। আমরা সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সংগঠনটি যাতে আরো বেশি মানবকল্যাণে কাজ করতে পারে সে প্রত্যাশা রইলো। তিনি যুব সমাজকে প্রগতিশীল চিন্তা-চেতনা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের উপদেষ্টা দুলাল চন্দ্র গোস্বামী, মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর, বিবেকানন্দ যুব সংঘের সাধারণ সম্পাদক পলাশ মজুমদার, কবি ও গল্পকার অ্যাডঃ রফিকুজ্জামান রণি, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, মরণোত্তর দেহদানকারী লীলা মজুমদার, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ওমর ফারুক, শিক্ষিকা কামরুন নাহার, জয়ন্তি ভৌমিক, নাজনীন হোসাইন, মোঃ. শাহালম, দন্ত চিকিৎসক প্রিয়ম মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা সানাউল্লা মিয়া ও গীতা পাঠ করেন জয়ন্তি ভৌমিক।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক বিথি কর্মকার, নুসরাত জাহান, সুমি শীল, ইভা, কাকলী, স্বপ্না ভট্টাচার্য, জীবনদীপের উপদেষ্টা ইসমাইল খান, রিয়াদ হোসেন, মোঃ রায়হান, তাপস আইস, সদস্য মুশফিক, তাসরিফ, জাহান, শুভ, দ্বীপ মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত জীবনদীপ স্বেচ্ছায় রক্তদান থেকে শুরু করে পর্যায়ক্রমে মানুষের মাঝে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, দন্ত চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়সহ দেহ ও অঙ্গদানের মত বৃহৎ সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। দুঃস্থ অসহায় মানুষের মাঝে সংগঠনটির এই সেবা কার্যক্রম যাতে অব্যাহত রাখতে পারে সেজন্যে জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার সকলের সহযোগিতা কামনা করেন এবং জীবনদীপের হয়ে যারা এই সেবা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়