শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মতলবে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলবে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকতার কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ৯ ডিসম্বের উপজেলা পরিষদ মিলনায়তনে পালিত হয়েছে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মতলব কলেজ রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খান, মতলব সূর্যমুখী কচিকাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু, কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন, জয়িতা নার্গিস আক্তার, জয়িতা আবিদা সুলতানা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তার আহমেদ।

এ সময় সাপ্তাহিক দিবাকণ্ঠ পত্রিকার সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাবেক ক্রীড়া সম্পাদক সমীর ভট্টাচার্য্য বলু, মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রদর্শক অশোক কুমার, মতলব মডেল সপ্রাবির প্রধান শিক্ষক শিরিন সুলতানা হ্যাপী, কচিকাঁচা সপ্রাবির প্রধান শিক্ষক সোবাহান মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রিনা রাণী বণিকসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়