প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি। ২০২২-২০২৫ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ- কমিটি গঠিত হয়েছে। ৮ ডিসেম্বর শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ উপ-কমিটির অনুমোদন দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুনকে চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরুকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। এবারের কমিটিতে দেশের আইন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের দৌহিত্র এবং সদ্য প্রয়াত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জ্যেষ্ঠ পুত্র।