শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০০:০০

উপজেলা প্রেসক্লাব হাইমচরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

উপজেলা প্রেসক্লাব হাইমচরের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপুর পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক শরিফ হোসেন ও প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক নাজিউর রহমান (নজির গাজী), মনজুরুল আলম লিটন শিকদার, প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ রাসেল, গাজী মাজহারুল ইসলাম সৈকতসহ প্রেসক্লাবের অন্য নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের আয়না বা দর্পণ, যারা জীবনের নিরাপত্তাকে প্রাধান্য না দিয়ে সমাজকে এগিয়ে নিতে কাজ করে। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য আগামী দিনগুলোতে সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে কাজ করবে বলে জানান তারা।

তারা আরো বলেন, শত সহস্র প্রতিবন্ধকতা পেরিয়ে উপজেলা প্রেসক্লাব আজ ২য় বর্ষ পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ করলো। আমরা কিছুটা হলেও গণমানুষের চাহিদা পূরণ করতে পেরেছি। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়