শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কোড়ালিয়ায় নবনির্মিত হাওলাদার বাড়ি পারিবারিক মসজিদ উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় ঐতিহ্যবাহী হাওলাদার বাড়ির নবনির্মিত পারিবারিক মসজিদ উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেনের নিজস্ব অর্থায়নে কোড়ালিয়া মরহুম ফজলুর রহমান হাওলাদার বাড়ির পারিবারিক কবরস্থানের পাশে এই মসজিদটি নির্মাণ করা হয়। একই সাথে মৃত ব্যক্তিদের গোসল করানোর জন্যে একটি গোসলখানাও নির্মাণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর নবনির্মিত মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা অলিউর রহমান পাটওয়ারী। মোনাজাত শেষে আগত মুসল্লি এবং এলাকাবাসীর মাঝে তবররুক হিসেবে উন্নত খাবার বিতরণ করা হয়। চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোঃ শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী, আঃ মালেক, বিএনপি নেতা বাবু পাটওয়ারী, চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য নেতা ইউসুফ আলীসহ বিভিন্ন শ্রেণী-পেশার অগণিত ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়