শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ০০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ড নিয়ে নাটক ‘৩২ জানালা’
অনলাইন ডেস্ক

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলায় বঙ্গবন্ধুকে নিয়ে মঞ্চ নাটক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির রেপাটরি নাট্যদলের পরিবেশনায় জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি থেকে সরাসরি অর্থাৎ ফেসবুক লাইভে প্রচারিত হবে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ড নিয়ে নাটক ‘৩২ জানালা’।

বাংলাদেশের খ্যাতিমান নাট্যকার, চাঁদপুরের কৃতী সন্তান রূপক রায় রচিত এবং শহীদ পাটোয়ারী নির্দেশিত ৩২ জানালা নাটকে অভিনয় করেছেন-চন্দন সরকার (বঙ্গবন্ধুর চরিত্র), শরীফ চৌধুরী (কর্নেল ফারুক), এমএ কুদ্দুছ রোকন (মেজর রশিদ), মাসুদুর রহমান মাছুম (মেজর ডালিম), গোবিন্দ মণ্ডল (ভাস্কর্য শিল্পী ও মুক্তিযোদ্ধা), প্রণব ঘোষ (খন্দকার মোস্তাক), দেবব্রত সরকার বিজয় (তাহের উদ্দিন ঠাকুর), ফাতেমাতুজ জোহরা (ভাস্কর্য শিল্পীর সহকারী), শরীফুল ইসলাম (ভাস্কর্য শিল্পীর সহকারী), মুহাম্মদ আলমগীর (ভাস্কর্য-১), সিয়াম খান (ভাস্কর্য-২), হৃদয় কর্মকার (ভাস্কর্য-৩), ফাতেমা জেরিন (ভাস্কর্য-৪), নূরে আলম নয়ন (অন্ধ পীর), গৌতম দাস (মেজর হুদা), সাদ্দাম হোসেন (মেজর নূর), বীরেন সাহা (মেজর মোসলে উদ্দিন), হারুনুর রশিদ ডাক্তার (এমপি-১), তাফাজ্জল হোসেন তাফু (এমপি-২), কামরুল ইসলাম (থানার ওসি), মোঃ সবুজ (চাটুকার-১), তাফাজ্জল হোসেন (চাটুকার-২), মোখলেছুর রহমান (নজু কাকা, বঙ্গবন্ধুর সহচর), নূরে আলম নয়ন (সেনা সদস্য-১), গৌতম দাস (সেনা সদস্য-২), বীরেন সাহা (পুলিশ কর্মকর্তা-১), সাদ্দাম হোসেন (পুলিশ কর্মকর্তা-২), মোঃ সবুজ (আর্টিলারি সদস্য-১), আনাচ ইবনে আলমগীর (আর্টিলারি সদস্য-২), মাহিদুর রহমান (আর্টিলারি সদস্য-৩), যোবায়ের আহমেদ (আর্টিলারি সদস্য-৪), কুহু (নৃত্যশিল্পী)।

৩২ জানালার নাটকটির নির্দেশনা উপদেষ্টা, কোরিওগ্রাফি এবং সেট পরিকল্পনায় : শরীফ চৌধুরী, প্রধান সমন্বয়কারী : মোহাম্মদ আয়াজ মাবুদ (জেলা কালচারাল অফিসার, চাঁদপুর), সমন্বয়কারী : মৃণাল সরকার, এমআর ইসলাম বাবু, আলো পরিকল্পনা ও নিয়ন্ত্রণে : শুকদেব রায়, মিউজিক পরিকল্পকনা ও নিয়ন্ত্রণে : এমআর ইসলাম বাবু, কস্টিউম ডিজাইন : গোবিন্দ মণ্ডল, রূপসজ্জায় : ফাতেমা জেরিন, সার্বিক তত্ত্বাবধানে : জসীম মেহেদী, নূরে আলম নয়ন ও প্রণব ঘোষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়