প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০
দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশ্ব শান্তিকল্পে পুরাণবাজার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রমে অনুষ্ঠিত হবে ৩২ প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান। পালিত হবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান উৎসব। এই উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে গতকাল ২৮ মে রোববার থেকে শুরু হয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ। প্রতিদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ভাগবত পাঠ চলবে আগামী ৩০ মে মঙ্গলবার পর্যন্ত। এদিনই মঙ্গলবার ভাগবত পাঠ শেষে রাত ৮টায় শুরু হবে ব্যাপক নরনারী সমবেত হয়ে নগর কীর্তন, গঙ্গা আহ্বান, মাঙ্গলিক ঘট স্থাপন ও হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস। পরদিন ভোর হতে অহরাত্রব্যাপী ৩ জুন শনিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে ৩২ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান। এছাড়াও ৩ জুন শনিবার (১৯ জ্যৈষ্ঠ) মন্দির প্রাঙ্গণে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতিতে সকাল থেকে অনুষ্ঠিত হবে অখণ্ড হরিনাম যজ্ঞানুষ্ঠান, বাল্যভোগ নিবেদন, ষোড়শ পূজা (বাবার তিরোধান সময় দুপুর ১২ টা পর্যন্ত উপবাস ব্রত পালন), মধ্যাহ্ন দুপুর ১টায় লোকনাথ বাবার রাজভোগ ও দুপুর ২ ঘটিকায় মহাপ্রসাদ বিতরণ। বিকেল ৪ টায় লোকনাথ বাবার শীতল ভোগ ও রাত ৮ টায় বাবার মিশ্রী ও ফলভোগ নিবেদন করা হবে। পরদিন ৪ জুন রোববার সূর্যোদয়ে মহা হরিনাম যজ্ঞানুষ্ঠান সমাপন, কুঞ্জভঙ্গ, নরনারী সমবেত হয়ে নগর কীর্তন, দধিভা- ভাঙ্গন, জলকেলী ও উৎসব সমাপন।
যজ্ঞানুষ্ঠানে হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন কুলেশ্বরী সম্প্রদায় (নেত্রকোনা), বেদবাণী সম্প্রদায় (কুমিল্লা), অমৃতবাণী সম্প্রদায় (নেত্রকোনা), কৃষ্ণ প্রেম কাঙ্গাল সম্প্রদায় (ঠাকুরগাঁও), জয়গুরু হরিনাম সম্প্রদায় (বরিশাল)। ১৩৩ তম তিরোধান উৎসব উপলক্ষে আয়োজিত ৭ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে জাতি-ধর্মণ্ডবর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি বিনম্র চিত্তে কামনা করেছেন মন্দির ও আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী প্রমোদ কুমার দাস ও সাধারণ সম্পাদক শ্রী দীপক রায়।