প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০০:০০
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন পুলিশ সদর দপ্তরের ব্যারাকে ছড়িয়ে পড়ার পর বন্ধ হয়ে যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম। সন্ধ্যায় সেটি আবার চালু হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন পুলিশ সদর দপ্তরের ব্যারাকে ছড়িয়ে পড়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িকভাবে বন্ধ করা হয়। সূত্র : ঢাকা পোস্ট।