শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ০০:০০

স্নানযাত্রা উপলক্ষে পুরাণবাজার শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে পূজা ও প্রসাদ বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানযাত্রা উপলক্ষে ২৯ মার্চ বুধবার প্রমত্তা মেঘনা নদীর কোলঘেঁষে গড়ে ওঠা পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে ব্যাপক ভক্ত সমাবেশের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ পূজা ও প্রসাদ বিতরণ করা হয়। পূজা শেষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে খিচুড়ি ও একসিদ্ধ প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ বিতরণ কার্যক্রম চলে দুপুর পর্যন্ত।

স্নানযাত্রায় আগত ভক্তবৃন্দ এদিন পুণ্য অর্জনের নিমিত্তে মন্দির সংলগ্ন মেঘনা নদীতে মহাঅষ্টমী তিথিতে স্নান কার্যক্রম সম্পন্ন করে মন্দির প্রাঙ্গণে আসেন। তারা এখানে স্থাপিত শ্রী শ্রী রাধা মুরারী মোহনের শ্রীরূপ দর্শন ও নিজেদের সুখণ্ডশান্তি কামনায় বিগ্রহের চরণে প্রার্থনা জানান এবং মন্দির প্রাঙ্গণে বিশ্রাম গ্রহণ করাসহ মহাপ্রসাদ গ্রহণ করেন। এদিন অন্য ভক্তদের পাশাপাশি জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সেবামূলক সংস্থা জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, জেলা জজ কোর্টের পিপি অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর সদর উপজেলার সভাপতি বীর ম্ুিক্তযোদ্ধা বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর পৌর কমিটি ও শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ রিপন সাহা, সাধারণ সম্পাদক অ্যাডঃ ভাস্কর দাস, মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সহদেব বর্মন, কোষাধ্যক্ষ সুমন দেবনাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর পৌর কমিটির সদস্য সুবল চন্দ্র ঘোষ, বাপ্পী মণ্ডল, বিশ্বনাথ ঘোষ, বিমান সাহা, রবীন্দ্র সাহা, দীপক মজুমদারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মন্দিরের কর্মকর্তাগণের উপস্থিতি পরিলক্ষিত হয়।

উপস্থিত ভক্ত, সুধীজন হরিনাম সংকীর্তন পরিবেশনের মধ্য দিয়ে আত্মহারা হয়ে যান। তাদের কীর্তনসহ শঙ্খ উলুধ্বনি ও আনন্দ উৎসাহে মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সৃষ্টি হয়। চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও এদিন ভক্ত সমাবেশ পরিলক্ষিত হয়। ধর্মগুরু শ্রী শ্রী রাধা মুরারী দাস বাবাজি মহারাজের নির্দেশনা তারই চাঁদপুরের ভক্তগণ প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে একেবারে প্রমত্তা মেঘনার কোলঘেঁষে এই মন্দিরটি নির্মাণ করেন। নির্মাণের দিন থেকে পর্যায়ক্রমে সনাতন ধর্মাবলম্বীদের সকল ধর্মীয় অনুষ্ঠানই সম্পন্ন করে আসছেন মন্দির পরিচালনা কার্যকরী পরিষদ।

মন্দির কমিটি নেতৃবৃন্দ শ্রী শ্রী রাধা মুরারীমোহন জিউড় মন্দিরটি দর্শনের জন্য সকল ভক্তকে বিনীত আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়