শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০

হাইমচরে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়
সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচরে গাজীপুর ইউনিয়নে নৌকা প্রার্থীকে পরাজিত করে ১০৭ ভোটে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান গাজীকে পরাজিত করে চেয়ারম্যান হয়েছেন শাহাদাত হোসেন সবুজ।

এ ইউনিয়নের ভোটার সংখ্যা ছিল ৩০৮৮ জন। সর্বমোট ৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যায় নৌকা প্রতীকে হাবিবুর রহমান গাজী পেয়েছেন ৯৫৫ ভোট ও মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ পেয়েছেন ১ হাজার ৬২ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান গাজী ও স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজেরর মধ্যে হয় মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। নৌকা প্রতিকের প্রার্থী ভোট পেয়েছেন ৯৫৫, স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীক পেয়েছে ১০৬২ ভোট, আনারস প্রতীকে পেয়েছে ৯১ ও ঘোড়া প্রতীক পেয়েছে ৩৮ ভোট। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ৩টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিজয়ী চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ জানান, আমি জনগণের ভোটে বিজয়ী হয়েছি। এ বিজয় আমার গাজীপুর ইউনিয়নবাসীর বিজয়। আজকে প্রশাসন একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছে। জনগণ ভোট দিতে পেরেছে বলেই আমি বিজয়ী হয়েছি। আমি প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমার এ জয়কে আমি আমার ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন জানান, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চরবাসীর জন্য ইভিএম নতুন হলেও তেমন কোনো সমস্যা হয়নি। এ ছাড়া নির্বাচনের বিষয়ে কোনো প্রার্থীর অভিযোগ ছিলো না। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারায় আমি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়