প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২, ০০:০০
দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল ৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের শপথ চত্বর, জেএম সেনগুপ্ত রোড, নতুনবাজার মোড় হয়ে হাজী মহসীন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে পুনরায় মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল পূর্ব ও পরে সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল।
এ সময় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ হাবিবুর রহমান লিটু, সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, ফারুক হোসেন ভূঁইয়া, জসিম উদ্দিন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অ্যাডঃ হেলাল হোসাইন বলেন, ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ সালের ২১ আগস্টের খুনিরা আবারও রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করছে। তারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জনগণকে সাথে নিয়ে অপচেষ্টাকারীদের প্রতিহত করা হবে। আপনারা ষড়যন্ত্র না করে ২০২৪ সালের নির্বাচনে আসুন, জনগণ ও রাষ্ট্রের কথা ভাবুন। আন্দোলনের নামে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করলে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ দাঁতভাঙ্গা জবাব দিবে।
তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করবে।
এ সময় তিনি আগামী দিনের দিনব্যাপী কর্মসূচি সফল করার জন্যে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান।