বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২১ অক্টোবর ২০২২, ০০:০০

গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার জরাজীর্ণ ভবনগুলোর মেরামত ও সংস্কার জরুরি
মোঃ ফারুক চৌধুরী ॥

শাহরাস্তির কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসাটি মেহের উত্তর ইউনিয়নে অবস্থিত। ঐ এলাকার আশপাশে মাধ্যমিক স্তরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার জন্যে উদার মন-মানসিকতা সম্পন্ন আলহাজ্ব গোলাম কিবরিয়া এককভাবে এক একর জমি দান করে মাদ্রাসাটি নিজ নামে প্রতিষ্ঠা করেন ১ জানুয়ারি ১৯৮৪ সালে। সে কারণে তিনি দাতা ও প্রতিষ্ঠাতা। তখন থেকেই তিনটি টিনের ঘরেই পাঠদান হচ্ছে। বর্তমানে টিনের ঘর তিনটির চালে মরিচা ধরে ছিদ্র হওয়ায় সামান্য বৃষ্টি হলে অতিরিক্ত পানি পড়ায় পাঠদান ব্যাহত হয়। তাই ঘরগুলো মেরামত ও সংস্কার জরুরি। বেশ কয়েক বছর পূর্বে সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের হস্তক্ষেপে তিনকক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন হয়। ঐ ভবনের নিচতলায় শিক্ষক মিলনায়তন ও অফিস রয়েছে। দ্বিতীয় তলায় প্লাস্টার করা জরুরি। বর্তমান অবস্থায় শাহরাস্তির প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন ও রুচি সম্মত পাঠদান ব্যবস্থার আদলে। উক্ত মাদ্রাসায় ৪ তলা ভিতের একতলা ভবন মঞ্জুরি পেয়েছে।

মাদ্রাসা সুপার জহুরুল হক জানান, মাদ্রাসায় মোট ১৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছে। তার মধ্যে সুপারসহ ১২ জন শিক্ষক, ৫ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী ও ৪৫৮ জন ছাত্র-ছাত্রী । শিক্ষক স্বল্পতা নেই। বাউন্ডারী ঘেরা মাদ্রাসাটি মনোরম পরিবেশ অবস্থিত। সকাল ১০টার পর গেইট বন্ধ থাকে, যাতে ছাত্র-ছাত্রীরা বাইরে যাতায়াত করতে না পারে। বিগত পাঁচ বছরের দাখিল পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়