শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত সাড়ে ৯টায় একুশে টিভিতে প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক ‘আপন বনাম সৎ ভাই’
অনলাইন ডেস্ক

১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে একুশে টিভিতে প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘আপন বনাম সৎ ভাই’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত সাড়ে নয়টায় একুশে টিভিতে নিয়মিত প্রচারিত হবে। আপন বনাম সৎ ভাই নাটকটি যৌথভাবে রচনা করেছেন দুই মেধাবী নাট্যকার হারুন রুশো ও রাজীব মণি দাস। আর নাটকটি পরিচালনা করেছেন এই প্রজন্মের তরুণ মেধাবী নির্মাতা হারুন রুশো।

এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আরফান আহমেদ, সৈয়দ শিপুল, রওনক হাসান, মৌসুমী হামিদ, অলিউল হক রুমি, জয়রাজ, তারেক স্বপন, মানসী প্রকৃতি, জয়শ্রী কর জয়া, সূচনা শিকদার, অনামিকা যুঁথী, মারজান সুমী, ইউশা, আমানুল হক হেলাল, হান্নান শেলী, এসএম কামরুল বাহার, সিরাজুল ইসলাম (ব্যাংক সিরাজ), বাদল শিকদার, হাসিমুন, আফরোজা হোসেন, শাহেলা আক্তার, আহমেদ সাজু, জারা মনি, আতিকা আফসানা, শরীফ চৌধুরী, স্বপ্নীল রনো, জাহাঙ্গীর আলম, হারাধন, মোহসীন রনি, আফতাব উদ্দীন, জাদু ফরিদ, প্রণব ঘোষ প্রমুখ।

নাটকের চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ, কিশোর মাহমুদ, ফয়সাল মাসুদ ও পলক হাসান। নাটকের প্রধান সহকারী পরিচালক মীর শাখাওয়াত হোসেন, সহকারী পরিচালক সুমন সরকার, সাঈদ আমিন ও প্রণব ঘোষ।

উৎসব এন্টারটেইনমেন্ট প্রযোজিত ধারাবাহিক ‘আপন বনাম সৎ ভাই’ নাটকটিতে চাঁদপুরের ঐতিহ্যবাহী বর্ণচোরা নাট্যগোষ্ঠীর তিনজন নাট্যাভিনেতা যথাক্রমে শরীফ চৌধুরী, সৈয়দ শিপুল ও প্রণব ঘোষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়