মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

কচুয়ায় অপহরণের পাঁচদিন পর শিশু উদ্ধার ॥ গ্রেফতার ২
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় অপহরণের ৫ দিন পর বেলাল (১০) নামের এক মাদ্রাসা ছাত্রকে নারয়াণগঞ্জ থেকে উদ্ধার করেছে কচুয়া থানার পুলিশ। এ ঘটনায় অপহরণকারী রিপন (৩২) ও তার পিতা আলাউদ্দিন (৫৫)কে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার লক্ষ্মীপুরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও শিশু বেলালের আত্মীয় স্বজন সূত্রে জানা গেছে, উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের উচিতগাবা গ্রামের আবুল হোসেনের মেয়ে ডলি বেগমের ছেলে বেলাল স্থানীয় রহিমানগর এনামিয়া লতিফিয়া আবাসিক মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী। মা ডলি বেগম প্রবাসে থাকায় শিশু বেলাল নানা আবুল হোসেনের বাড়ি থেকে ওই মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে লেখাপড়া করে আসছে। শুক্রবার দুপুর বেলা বেলালকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে সোমবার তার নানা আবুল হোসেন কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের পর অপরিচিত মোবাইলের মাধ্যমে অপহরণকারী শিশু বেলালের নানার পরিবারের সদস্যদের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দাবির বিষয়টি কচুয়া থানাকে অবহিত করলে থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান নিশ্চিত করে। অতঃপর মঙ্গলবার রাতে কচুয়া থানার এসআই তরুণ কান্তি, এএসআই রামু রায় আড়াইহাজার থানা পুলিশের সহযোগিতায় ওই থানাধীন লক্ষ্মীপুরা গ্রাম এলাকা থেকে শিশু বেলালকে উদ্ধারসহ অপহরণকারী রিপন ও তার পিতা আলাউদ্দিনকে গ্রেফতার করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, শিশু বেলালের নিখোঁজের পর তার মুক্তিপণের টাকা পাঠানোর জন্যে দেয়া বিকাশ নাম্বারের সূত্র ধরে অভিযোগ পাওয়ার একদিন পর আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়। বুধবার নারী ও শিশু দমন আইনে মামলা রুজু করে অপহরণকারী রিপন ও আলাউদ্দিনকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করার মধ্য দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়