সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ০০:০০

করোনাকালে চিকিৎসেবায় অবদানের স্বীকৃতি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

দেশের মহামারী করোনাকালে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দেয়ার ক্ষেত্রে অবদান রাখায় আবারো সংবর্ধিত হয়েছেন দুই চিকিৎসক দম্পতি। আর এ দুই চিকিৎসক হলেন আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল এবং তাঁর সহধর্মিণী চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন।

৩০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর প্রতিদিন পত্রিকার এক যুগ পর্দাপণ উপলক্ষে লেখক, সুহৃদ ও কোভিড-১৯ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা অনুষ্ঠানে তাঁদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির হাত থেকে তাঁরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুর প্রতিদিনের এক যুগ পর্দাপণ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে করোনাকালে মানুষকে চিকিৎসাসেবা প্রদান করার জন্যে তারা দুজনসহ আরো বেশ ক’জন লেখক, সুহৃদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল ও তাঁর সহধর্মিণী চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন-এর পূর্বেও চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ছায়াতরু সামাজিক সংগঠনসহ বেশ কটি সংগঠন থেকে সম্মাননা পেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়