শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০

মাওলানা মোঃ আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ইমাম

স্টাফ রিপোর্টার ॥
মাওলানা মোঃ আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ইমাম

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ খামারী ইমাম হিসেবে প্রথম হয়েছেন মতলব উত্তরের বদরপুর আকবর আলি খান শিক্ষা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আমিনুল ইসলাম। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুর জেলা কার্যালয়ে ২৭ জুন রোববার দিনব্যাপী এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। তিনি ষাটনল ইউনিয়নের সটাকি গ্রামের মোঃ তোফাজ্জল হোসেন বেপারী ও রোকসানা বেগম-এর তৃতীয় সন্তান।

২০২০-২০২১ অর্থবছরে ইমাম নির্বাচনে চাঁদপুর জেলার ৮ উপজেলা থেকে ২ ক্যাটাগরিতে ছয়জন করে মোট ৪৮ জন ইমাম অংশ নেন। এর আগে ওই সকল ইমাম উপজেলা পর্যায়ে নির্বাচিত হন। তাদের মধ্যে ছয়জনকে ইফার ইমাম বাছাই নীতিমালা অনুযায়ী জেলা পর্যায়ে নির্বাচন করা হয়। এর মধ্যে মাওলানা মোঃ আমিনুল ইসলাম প্রশিক্ষণপ্রাপ্ত জেলা শ্রেষ্ঠ খামারী ইমাম নির্বাচিত হয়ে প্রথম স্থান অধিকার করেন।

তিনি ২০১৯ সালে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ গ্রহণ করেন। সে সুবাদে ওই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজ অর্থায়নে একটি ডেইরি ফার্ম ও একটি বনায়ন প্রতিষ্ঠা করেন। এছাড়া মসজিদ এলাকায় বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে বিভিন্ন কর্মকা-ে সাফল্য অর্জন করায় ইসলামিক ফাউন্ডেশন তাঁকে জেলার শ্রেষ্ঠ খামারী ইমাম হিসেবে নির্বাচিত করে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমীর মাধ্যমে ইমামদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। তার মধ্যে ইসলামিয়াত, গণশিক্ষা, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরিচর্যা, পরিবার কল্যাণ, কৃষি ও বনায়ন, পশু-পাখি পালন এবং মৎস্য চাষ ও নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিবছরই ইফার অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্য থেকে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হয়। পরবর্তীতে বিভাগীয় পর্যায় এবং জাতীয় পর্যায়ে তিনজনকে নির্বাচিত করা হয়। জাতীয়ভাবে নির্বাচিতদের সৌদি আরব, মিশরসহ বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ করে দেয়া হয় এবং নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয় বলে ইফা সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়