প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
দ্বাদশগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন
হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর চেঙ্গাতলী বাজারে অনুষ্ঠিত সম্মেলনে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মাওঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও হাজীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন। অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ কলিম উল্লাহ ভূঁইয়া, চাঁদপুর জেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, দাওয়া ও তা’লীমুল কোরআন বিভাগের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওঃ মীর হোসাইন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ মুজাম্মেল হোসেন মজুমদার পরান, হাজীগঞ্জ পৌর আমির মাওঃ আবুল হাসানাত পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওঃ শরিফ হোসাইন পাটওয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ডাঃ সাইদুল হক পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তর মজলিসে শুরার সদস্য মোঃ রাকিবুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মোঃ শাহ জালাল শেখ, উপজেলা যুব বিভাগ সভাপতি শাখাওয়াত হোসেন, সাহিত্য সম্পাদক মাহাবুব হোসেন, বাকিলা ইউনিয়নের আমির মাওঃ মোঃ আবু তাহের ও হাজীগঞ্জ অফিস সম্পাদক মাওঃ মনির হোসেন। উপস্থিত ছিলেন একরামুল হক, মোঃ ইসমাইল, আফসার, কাউসারসহ ইউনিয়নের জামায়াত নেতা ও শিবিরের নেতৃবৃন্দ।