মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০০:০০

চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে পরিবার : জেলা প্রশাসক

মিজানুর রহমান ॥
পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে পরিবার : জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে পরিবার। পরিবার থেকে যদি ঠিকমত শিক্ষা দেয়া হয়, সে পরিবারের সন্তান খারাপ পথে যায় না। নিজের পরিবারের বিদ্যাপীঠকে শক্তিশালী করতে হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনি আচার-ব্যবহার কার সাথে কেমন করছেন, তা আপনার সন্তানরা দেখছে। যদি পরিবারের বিদ্যাপীঠ সঠিকভাবে শিক্ষা দেয়, তাহলে প্রবীণরা নিজের মর্যাদা নিয়ে বেঁচে থাকবেন।

জেলা প্রশাসক বলেন, নবীনরা ভবিষ্যৎ গড়ার জন্যে কাজ করছে। আর প্রবীণরাই রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন। এভাবেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। প্রবীণরা সবসময় মর্যাদা পাচ্ছে না আসলে এমনটা তা নয়। এ রাষ্ট্র প্রবীণদের জন্যে অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। সরকারও আপনাদের জন্যে চেষ্টা করছে।

তিনি বলেন, চাঁদপুরে প্রবীণরা যেন একসাথে বসে কথা বলতে পারে সে ব্যাপারে একটা পরিকল্পনা করছি। আমি চেষ্টা করবো যেন প্রবীণরা একসাথে বসে যেন অন্তত একটু সময় কাটাতে পারেন সে ব্যবস্থা করতে। আমি যতদিন এখানে থাকবো ততদিন আপনাদের জন্যে ভালো কিছু করার চেষ্টা করব।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আব্দুল্লাহ আল যুবায়ের, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডাঃ এমজি ফারুক ভুঁইয়া ও খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডঃ এমরান।

সমাজসেবা কর্মকর্তা (রেজিঃ) মনিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম। এরআগে দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়