শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

কচুয়ার নূরুল আমিন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক

ফরহাদ চৌধুরী ॥
কচুয়ার নূরুল আমিন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক

কচুয়ার রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নূরুল আমিন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ ফলাফল ঘোষণা করা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৮টি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নূরুল আমিনকে তাঁর মেধা, শিক্ষার্থীদের শিখনের কলাকৌশল, মাল্টিমিডিয়া পাঠদান পদ্ধতি, শিক্ষার্থী কেন্দ্রিক শিখন পদ্ধতি, শিখন বিষয়ে উদ্ভাবনী চিন্তাভাবনা ও ঝরে পড়া রোধে বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। তিনি ২০২৩ সালেও চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।

নুরুল আমিন ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ২০০৩ সালে কচুয়ার বুধুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২০২০ সালে রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে অদ্যাবধি ওই বিদ্যালয়ে দক্ষতার সাথে শিক্ষকতা করে আসছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিকূলতা সত্ত্বেও তিনি তাঁর মেধা ও দক্ষতা দিয়ে মানসম্পন্ন শিক্ষা উপহার দিতে বদ্ধপরিকর। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে তিনি উপজেলা শিক্ষা অফিসার, তাঁর প্রধান শিক্ষক, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, নুরুল আমিন শিক্ষা জীবনে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি এবং এসএসসি ও এইচএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় স্থান লাভ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়