শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শেখ ফরিদ আহমেদ মানিকের সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥
শেখ ফরিদ আহমেদ মানিকের সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন

আওয়ামী লীগ সরকারের পতন এবং দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম কেমন চলছে, কোথাও সমস্যা হচ্ছে কিনা তা স্বচক্ষে দেখতে হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে তিনি হাসপাতালে আসেন। এ সময় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান নেতৃবৃন্দকে স্বাগত জানান। জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা সভাপতি ডাঃ মোবারক হোসেন এ সময় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেখ ফরিদ আহমেদ মানিক তত্ত্বাবধায়কের সঙ্গে হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন। এ সময় হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে সকল চিকিৎসকের সেবা দেয়ার আহ্বান জানান এবং প্রয়োজনে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং জরুরি বিভাগসহ ইনডোর-আউটডোর ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়