প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
ফরিদগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও চিকিৎসার জন্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বুধবার পিইডিপি-৪-এর অর্থায়নে বিশেষ চাহিদাসম্পন্ন ৪জন শিশু শিক্ষার্থীকে হুইল চেয়ার ও ২জন শিক্ষার্থীর চিকিৎসার জন্যে নগদ অর্থ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী ও অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলামসহ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, ওয়ালি উল্লাহ প্রমুখ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো : হাঁসা সপ্রাবি, চরকুমিরা সপ্রাবি, পূর্ব গোবিন্দপুর সপ্রাবি, ধানুয়া সপ্রাবি, বৈচাতরি সপ্রাবি ও পশ্চিম রূপসা সপ্রাবি।