বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০

দৈনিক আদি বাংলা কার্যালয়ে ভাংচুর ও লুটপাট

অনলাইন ডেস্ক
দৈনিক আদি বাংলা কার্যালয়ে ভাংচুর ও লুটপাট

‘দৈনিক আদি বাংলা’ পত্রিকার কার্যালয় ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। ৭ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজারস্থ হাজী মহসিন রোডের পত্রিকা কার্যালয়ে এই ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল দুর্বৃত্ত পত্রিকাটির কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। তারা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে অফিসে থাকা কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই সময় স্থানীয় কাউন্সিলরের অফিসেও ব্যাপক ভাংচুর ও লুটপাট করে তারা।

দৈনিক আদি বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমরান হোসেন রাজন জানান, বুধবার বিকেলের দিকে আমি সংবাদ সংগ্রহের কাজে অফিসের বাইরে ছিলাম, সেই সময় ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত এসে হামলা ও ভাংচুর চালায়। আমার অফিসের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের অফিস ছিল, সেখানেও তারা একই কর্মযজ্ঞ চালায়। এ সময় তারা অফিসে ভাংচুর করে কম্পিউটার, ল্যাপটপ ও ক্যামেরা সহ মূল্যবান কিছু জিনিস লুটপাট করে নিয়ে যায়।

এমরান হোসেন রাজন আরও বলেন, দেশের এই ক্রান্তিকালে আমরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছি এবং জাতির সামনে সবকিছু তুলে ধরেছি, তারপরও আমাদের অফিস ভাংচুর করলো, তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আর দেশের জন্যে জীবনবাজি রেখে কাজ করার সার্থকতাই বা কী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়