প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০
জানাজায় সর্বস্তরের মানুষের ঢল
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রোটারিয়ান অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু। ফরিদগঞ্জের চরকুমিরা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এর আগে বাদ আছর চাঁদপুর শহরের ঐতিহাসিক বেগম জামে মসজিদ ঈদগাহে মরহুমের প্রথম জানাজার নামাজ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
জানাজায় বিচার বিভাগ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সহকর্মী, সংগঠনের সদস্যগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী ব্যক্তিবর্গ, সুধীজন, আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরহুমের জানাজাস্থল এলাকা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। সেখানে প্রথম দফা জানাজায় বিভিন্ন দল-মতের অসংখ্য মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মরহুমের জানাজার নামাজ পড়ান ঐতিহাসিক চাঁদপুর বেগম মসজিদের খতিব ও ইমাম মুফতি মাহবুবুর রহমান।
জানাজার নামাজ পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবদুল হান্নান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আলম সিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, সন্তোষপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওঃ শাহ আব্দুল করিম বিন মুহাম্মদ, পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই সাইফুল ইসলাম সেন্টু ও ছোট ভাই অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর পরিচালনায় জানাজার নামাজে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সিনিয়র আইনজীবী অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ রুহুল আমিন, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ রুহুল আমিন সরকার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আহসান হাবীব, অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ জহির উদ্দিন বাবরসহ চাঁদপুরের সকল স্তরের বিশিষ্টজন ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, পিপি অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী, চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা প্রমুখ।