প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০০:০০
আজ কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন
কচুয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৫ প্রার্থীর লড়াই
৫ জুন বুধবার অনুষ্ঠিত হচ্ছে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে। মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে উপজেলার ১১০টি কেন্দ্রে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টরা ভোটকেন্দ্রে তাদের অবস্থান নিশ্চিত করেছেন।
কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল বারিক জানান, উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ৫শ’ ৫৫ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৫শ’ ৪৬ জন। নারী ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯শ’ ৭৮ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে ৪ প্লাটুন বিজিবি, ৫শ’ ৫৮ জন পুলিশ ও ১৫শ’ ৯৯ জন আনসারসহ ১৩ জন নির্বাহী ম্যাজিট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
কচুয়া থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন গ্রহণকল্পে উপজেলার ১১০টি কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া ৮৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ২৫টিতে ৪ জন করে পুলিশ ও ১৫ জন করে আনসার নিয়োগ দেয়া হয়েছে। বাকি ৮৫টি কেন্দ্রে ৩ জন করে পুলিশ ও ১৫ জন করে আনসার নিয়োগ দেয়া হয়েছে।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির (কাপ-পিরিজ), কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (ঘোড়া), কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী পাটওয়ারী (দোয়াত কলম), বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুব আলম (টেলিফোন), আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ (আনাসর) ও কচুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডঃ মোঃ মাঈন উদ্দিন (লাঙ্গল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী-উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার (প্রজাপ্রতি), উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আমেনা আক্তার (কলস), চাঁদপুর জেলা কৃষক লীগের সদস্য জ্যোস্না আক্তার (ফুটবল), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ (বৈদ্যুতিক পাখা), শ্যামলী খান (পদ্মফুল) ও কুলসুমা আক্তার (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার (চশমা), কচুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল প্রধান জালাল (উড়জাহাজ) মোহাম্মদ রাকিবুল হাসান (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কে হচ্ছেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সেদিকে তাকিয়ে আছে কচুয়াবাসী।