শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০

হরিণা ফেরিঘাট থেকে ৬শ’ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

স্টাফ রিপোর্টার ॥
হরিণা ফেরিঘাট থেকে ৬শ’ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

হরিণা ফেরিঘাট নৌপুলিশ ফাঁড়ির তৎপরতায় যাত্রীবাহী বাস থেকে ৬শ’ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। চিংড়িগুলো ৪টি বক্সের মধ্যে ১২টি ককসিটে রাখা ছিলো। ২ এপ্রিল মঙ্গলবার মধ্যরাত দেড়টায় চট্টগ্রাম অভিমুখী দিদার গাড়িতে তল্লাশি করে হরিণাঘাটে এই চিংড়ি জব্দ করা হয়। তবে চিংড়ির কেউ মালিক দাবি না করায় তাৎক্ষণিক কাউকেই আটক করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদরের হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস বলেন, ঢাকা মেট্রো-ব-১৫-৯১৪৭ যাত্রীবাহী দিদার পরিবহনের ১২টি ককসিটে আনুমানিক ৬শ’ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করেছি। তবে চিংড়ির প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ সময় বাস সংশ্লিষ্টদের সতর্কতার সাথে মালামাল পরিবহনের নির্দেশনা দেয়া হয়েছে। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়