প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণের সমাপনী
চাঁদপুর জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ গত ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। গতকাল ২৫ ডিসেম্বর ছিলো ফরিদগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী পর্ব। এই পর্বে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মৌলি মন্ডল।
সভায় ভোটপূর্ব নির্বাচনি মালামাল সংগ্রহ, ভোট কেন্দ্র প্রস্তুত, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।