শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে নৌকার হয়ে মাঠে নামলেন অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে নৌকার হয়ে মাঠে নামলেন অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

অবশেষে আওয়ামী লীগের প্রতীক নৌকার হয়ে মাঠে নামলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। গতকাল শনিবার বিকালে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সাথে নৌকার সমর্থনে উপজেলা সদরে পদযাত্রায় অংশ নেয়ার মাধ্যমে দীর্ঘদিনের মান অভিমান ভাঙ্গলেন।

পদযাত্রায় অংশ নেয়া অন্যরা হলেন আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম, সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আহছান হাবিব মামুন, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ প্রমুখ।

এদিকে নৌকার পক্ষে ফরিদগঞ্জের নির্বাচনী মাঠে নামার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহিদুল ইসলাম রোমান বলেন, নির্বাচনে নৌকার জন্যে মনোনয়ন চেয়েছি। স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। তবে তা দলের বিরুদ্ধে গিয়ে নয়। আমি ও আমার পরিবার আজন্ম আওয়ামী লীগের অনুসারী। কখনোই আমরা নৌকার বিরুদ্ধে যাই নি, তাই যাওয়ার প্রশ্নই উঠে না। এবারও আমাদের দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ফরিদগঞ্জে এসেছি।

জাহিদুল ইসলাম রোমানকে স্বাগত জানিয়ে মুহম্মদ শফিকুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, যাদের রক্তে আওয়ামী লীগ ও নৌকার শ্লোগান গেঁথে রয়েছে, তারা কখনোই নির্বাচনে নৌকার বাইরে থাকতে পারে না। আজকেও আবার প্রমাণ হলো, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, যার পিতা চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডঃ সিরাজুল ইসলাম পাটওয়ারী আজীবন আওয়ামী লীগের জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধুর নৌকা, আজ শেখ হাসিনার নৌকা। তিনি আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন। এই নৌকাকে তীরে ভেড়ানোর দায়িত্ব রোমানেরও রয়েছে। স্বাধীনতার প্রতীক নৌকা এবারো ফরিদগঞ্জে জয়ী হবেই। মুজিব আদর্শের সৈনিকরা মাঠে নামাই তার প্রমাণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়