সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক কামরুল হাসান

কিশোর অপরাধ নিয়ন্ত্রণ জরুরি ॥ বাজার মনিটরিং করা হবে জোরদার

মিজানুর রহমান ॥
কিশোর অপরাধ নিয়ন্ত্রণ জরুরি ॥ বাজার মনিটরিং করা হবে জোরদার

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ ডিসেম্বর রোববার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। এ সময় তিনি বলেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়েছে। নির্বাচনকালীন সময়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায় ধরে রাখার জন্যে সকলকে একযোগে কাজ করতে হবে। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত), এনএসআইর উপ-পরিচালক শাহ মোঃ আরমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান।

এছাড়াও আলোচনায় অংশ নেন আনসার ও ভিডিপি চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জল কুমার পাল, চাঁদপুর রেলওয়ে থানার ওসি মাসুদ আলম প্রমুখ।

সভায় জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও কমিটির সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। আলোচনায় জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা আইনশৃঙ্খলা কমিটির এ সভায় আলোচ্যসূচির মধ্যে ছিল বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন, নিয়মিত আইনশৃঙ্খলা পর্যালোচনা ও মোবাইল কোর্ট পরিচালনা, মাদকদ্রব্য ও চোরাচালান সংক্রান্ত, বাজার মনিটরিং ও ভেজাল খাদ্য প্রতিরোধ সংক্রান্ত, নারী নির্যাতন ও ইভটিজিং, গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা ও বিবিধ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়