শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ৫ দালাল আটক
স্টাফ রিপোর্টার ॥

আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে পাঁচ দালালকে আটক করেছে পুলিশ। গতকাল ১৩ নভেম্বর সোমবার সকাল ১০টার সময় হাসপাতালের জরুরি বিভাগের নিচতলাসহ ডাক্তার চেম্বারের আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো : আলম (২৮), দ্বীপ দে (২৩), মাহিম গাজী (১৯), রায়হান (১৯) ও রিয়াদ হোসেন (২৫)। এরা সবাই চাঁদপুর শহরের বাসিন্দা।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম জানান, অভিযুক্তরা বিভিন্ন ক্লিনিকের রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করাসহ হাসপাতালের শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কার্যক্রমে জড়িত। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত করায় আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে আদালতে সোপর্দ করেছি।

এসআই জাকির হোসেন বলেন, হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়