শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০

ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ মসজিদ করে, বিএনপি বোমা বিস্ফোরণ ঘটায়
প্রবীর চক্রবর্তী ॥

চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাঃ হারুনুর রশিদ সাগর বলেছেন, ছাত্রজীবনে মেধাবী ছাত্র ছিলাম আমি। বুয়েটে চান্স পেয়েছিলাম। কিন্তু বাবার ইচ্ছা মানুষের সেবা করার মানসে মেডিকেল কলেজে চান্স পেয়ে ভর্তি হই। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগের হয়ে নির্বাচন করে ভিপি নির্বাচিত হয়েছি। এমবিএসএস পাস করে চিকিৎসক হিসেবে হিসেবে বিসিএস দেয়ার সুযোগ হলেও ছাত্র রাজনীতি করার কারণে তা থেকে বঞ্চিত হই। এ নিয়ে আমার ক্ষোভ নেই। আমি রাজনীতির করার সাথে সাথে মানুষের সেবা করে চলছি। চাঁদপুরের বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলা সর্বস্তরের মানুষ, তিনি যেই দলেরই হোক না কেন সেবার হাত বাড়িয়ে দিয়েছি। এই ধারা এখনো রয়েছে, আজীবন করে যাবো। আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার জনপ্রতিনিধি হিসেবে আরো বেশি সেবা করার ইচ্ছা রয়েছে। সেই লক্ষ্যে আমি বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছি। দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে ধৈর্য্য ধরতে এবং দলের জন্য কাজ করতে বলেছেন। আমি সেমতে যে যখন দলীয় মনোনয়ন পেয়েছেন আমি তার জন্যে মাঠে কাজ করেছি। এ বছরও আমি দলের মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষ্যে মাঠে কাজ করে চলেছি। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের জন্ম থেকে এ পর্যন্ত যেসকল প্রয়াত নেতা দলের জন্য কাজ করেছেন পর্যায়ক্রমে সকলের কবর জিয়ারত করেছি। কারণ একটাই এসব নেতার দলের প্রতি অবদানের কারণেই আজ আমরা দলের নেতা ও কর্মী। আমি কোনো মতভেদ বুঝি না। আমার কাছে গ্রুপিংয়ের স্থান নেই। দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে তবে অবশ্যই আওয়ামী লীগের সকল মতের নেতা-কর্মীদের নিয়ে একযোগে মাঠে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবো। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, পূর্বের মতো আবারো দলের বিজয়ে কাজ করবো। তবে কেন আওয়ামী লীগকে ভোট দিবেন তার কারণ আওয়ামী লীগের জেলা ও উপজেলায় মডেল মসজিদ করছে। তরুণ উদ্যোক্তাদের জন্য হাইটেক পার্ক করছে। অন্যদিকে বিএনপি ক্ষমতায় থাকাকালে ৬৪ জেলায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং জঙ্গিদের আস্তানায় পরিণত করার চেষ্টা করেছে। আশা করছি এদেশের মানুষ সেই ধারায় না গিয়ে ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করবেন।

মঙ্গলবার ২৫ জুলাই বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিরগাঁওয়ে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হকের সভাপতিত্বে এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল হাসান সাউদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস উদ্দিন, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব মামুন, ইকবাল হোসেন মিঠু, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মাস্টার, আনোয়ার হোসেন, পাবেল পাটোয়ারী, মাসুদুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, মাসুদ ভূঁইয়া, এমরান মিজি, আব্দুর রহিম পাটওয়ারী, হাবিবুর রহমান ন্নানু, যুবলীগ নেতা সাহেদ শিমুল প্রমুখ।

এ সময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়