প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশের ন্যায় চাঁদপুরেও পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হয়েছে। এ উপলক্ষে খতম তারাবির পর চাঁদপুর জেলা শহরের বৃহৎ পুরাণবাজার জামে মসজিদ, শপথ চত্বরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদসহ চাঁদপুরের সকল মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ইমামগণ আল্লাহর কাছে পানাহ চেয়ে দোয়া ও মোনাজাত করেন।
ধর্মপ্রাণ মুসলমানের কাছে শবে কদরের রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ‘হাজার রাতের চেয়েও উত্তম’ পবিত্র শবে কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর নৈকট্য ও রহমত লাভে ইবাদত-বন্দেগি করেন।
পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত-বন্দেগিতে মশগুল থেকেছেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করেন।