বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২, ০০:০০

পুরাণবাজার লোকনাথ মন্দির ও আশ্রমে ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন
স্টাফ রিপোর্টার ॥

দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির ও আশ্রমে অনুষ্ঠিত হয়েছে ২৬তম বাৎসরিক ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব। উৎসবকে কেন্দ্র করে মন্দির ও আশ্রম প্রাঙ্গণে শত শত ভক্ত নর-নারী উপবাস থেকে শ্রীশ্রী লোকনাথ বাবার সন্তুষ্টি কামনায় ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করেন। তারা নিজেদের সুখ, শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। প্রদীপ প্রজ্জ্বলন শেষে তারা প্রজ্জ্বলিত ঘৃত প্রদীপ ভক্তি শ্রদ্ধা সহকারে মন্দির ও আশ্রম সংলগ্ন প্রমত্তা মেঘনা নদীতে ভাসিয়ে দেন। তাদের ভাসানো প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠে মেঘনার জলরাশি। ভাসমান প্রদীপের সৌন্দর্য উপভোগ করতে থাকেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ।

প্রদীপ প্রজ্জ্বলন উৎসবের শেষ মুহূর্তে উৎসবস্থলে উপস্থিত হন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, যারা আজ ঈশ্বর সাধনায় উপবাস থেকে প্রদীপ প্রজ্জ্বলন করেছেন তারা শুধু নিজেদের কল্যাণের জন্যেই তা করেন নি, দেশ ও জাতির কল্যাণের জন্যেও তা করেছেন। ঈশ্বরের নিকট সমবেত প্রার্থনা ও কল্যাণকর চিন্তার মধ্য দিয়েই আমরা সকল অশুভ শক্তিকে পরাভূত করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হবো। তিনি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

তিনি বলেন, চাঁদপুরের রূপকার আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি অনেকবার এ উৎসবে এসেছেন এবং আপনাদের সাথে মিলিত হয়েছেন। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় উৎসবে আসতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন। তিনি উৎসবের সফলতা কামনা করে আপনাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই মন্দিরের প্রতি শিক্ষামন্ত্রীর বিশেষ নজর রয়েছে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা পাশে রযেছি। তিনি শিক্ষামন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। মন্দির পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক তন্ময় বণিকের সঞ্চালনায় ওয়ার্ড কাউন্সিলর আঃ মালেক শেখ, মন্দিরের সভাপতি প্রমোদ কুমার দাস, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যবসায়ী শেখর পাল, সুকান্ত সাহা টিটু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হাওলাদারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১১ নভেম্বর রাত সাড়ে ৮টায় ব্যাপক ভক্ত নর-নারীর উপস্থিতিতে গঙ্গা আহ্বান, অধিবাস ও মাঙ্গলিক ঘট স্থাপনের মধ্যে দিয়ে উৎসবের শুভ সূচনা হয়। দুদিনব্যাপী উৎসবের শেষদিন গতকাল ১২ নভেম্বর শনিবার সকাল ৮টায় মন্দির প্রাঙ্গণে লোকনাথ বাবার মিশ্রি ভোগ, বাল্য ভোগ নিবেদন, ষোড়শ পূজা ও দুপুরে রাজ ভোগ অনুষ্ঠিত হয়। রাজভোগ শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রদীপ দানের মহাপূজা এবং দেশ, জাতি ও নিজেদের সুখ, শান্তি ও আরোগ্য কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন।

অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির ও আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রমোদ কুমার দাস ও সাধারণ সম্পাদক দীপক রায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়