প্রকাশ : ২৩ জুন ২০২২, ০০:০০
অঙ্গীকারের ব্যবহার এখন গোসল আর আড্ডায়
চাঁদপুর শহরের হাসান আলী সরকারি বিদ্যালয়ের মাঠের সম্মুখে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ অবস্থিত। এটি কিছুদিন আগে সংস্কার করা হয়। সকাল, বিকেল ও রাতে পথচারী থেকে শুরু করে বিভিন্ন বয়সী ছেলে, মেয়েরা মুক্তিযুদ্ধের সম্মানের স্থানটিকে আড্ডার স্থানে পরিণত করেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, কিশোর বয়সী ছেলে-মেয়েরা অঙ্গীকার বেদীতে উঠে আড্ডা, গোসলসহ লাফালাফি করছে। লেকটির দিকে তাকালে দেখা যায় সংস্কারের আগের অবস্থাটি আস্তে আস্তে ফুটে উঠছে। এতোজন একসাথে উঠে লাফালাফি করলে যে কোনো সময় অঙ্গীকারটিতে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় জনগণ। ছবিটি গতকাল বিকেল ৫টায় তোলা। ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন।