সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১০ মে ২০২২, ০০:০০

গতকাল চাঁদপুরে ২১ জনের নমুনা পরীক্ষা : কারো করোনা শনাক্ত হয়নি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

গতকাল ৯ মে সোমবার করোনা শনাক্ত হয়নি চাঁদপুরে। এদিন ২১ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে সবার রিপোর্ট নেগেটিভ আসে। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে। জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩শ’ ৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ১শ’ ১১ জন।

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২শ’ ৪৬ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ২০ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৫৬০ জন, হাইমচরে ৯০৬ জন, মতলব উত্তরে ৯৬৪ জন, মতলব দক্ষিণে ১৩৯৫ জন, ফরিদগঞ্জে ২০১৭ জন, হাজীগঞ্জে ১৭৪২ জন, কচুয়ায় ৯৪০ জন ও শাহরাস্তিতে ১৮৫১ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়