রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ জুন ২০২১, ১১:৪৫

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ

মাহবুব আলম লাভলু
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ

সব শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০টি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে সরকার। গত ১৬ জুন বুধবার মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দিন মিয়া।

এ সময় প্রধান শিক্ষক ফারুক আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকম-লী উপস্থিত ছিলেন।

নাছির উদ্দিন মিয়া বলেন, নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী সেটা হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা।

গাছের যতœ করার ওপর গুরুত্বারোপ করে নাছির উদ্দিন মিয়া বলেন, আপনারা সকলে গাছ লাগাবেন এবং গাছের যতœ করবেন। শুধু গাছ লাগালে হবে না, গাছ যাতে টিকে থাকে সে জন্যে যতœ করতে হবে। সেই গাছ একদিন ফল দেবে, কাঠ দেবে অথবা ওষুধ দেবে, আপনারা নানাভাবে উপকৃত হবেন।

বিদ্যালয় আঙ্গিনায় একটি ঔষধী গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ৫০টি ফলদ, বনজ, ভেষজ, ফুলের চারা রোপণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়