সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ২২:২৭

জনতা ব্যাংক কচুয়া শাখার নতুন ব্যবস্থাপক মো. শরীফ মিয়া

অনলাইন ডেস্ক
জনতা ব্যাংক কচুয়া শাখার নতুন ব্যবস্থাপক মো. শরীফ মিয়া
নতুন ব্যবস্থাপক মো. শরীফ মিয়াকে বরণ করে নিচ্ছেন ব্যাংকের কর্মকর্তাগণ।

জনতা ব্যাংক পিএলসি কচুয়া বাজার শাখার নতুন ব্যবস্থাপক হিসেবে মো. শরীফ মিয়া দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (১২ জানুয়ারি ২০২৫) রোববার সকালে কচুয়া শাখা কার্যালয়ে তাঁকে বরণ করে নেন অত্র রাখার সিনিয়র অফিসার শুভ চন্দ্র সাহা, সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম, অফিসার আব্দুল করিম, কর্মকর্তা সাইফুল ইমলাম, তরিকুল ইসলাম, প্রমিত সাহাসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা। এর আগে তিনি হাজীগঞ্জ জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালের ২২ জুন হাজীগঞ্জ জনতা ব্যাংক শাখার সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে মো. শরীফ মিয়া কর্মজীবন শুরু করেন। তিনি কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের মরহুম হাজী হাতেম আলী মাস্টারের ২য় পুত্র। বৈবাহিক জীবনে তিনি দু পুত্র সন্তানের জনক। তিনি কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এসএসসি, ১৯৯৮ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি, ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত বিষয়ে (এমএস) ডিগ্রি অর্জন করেন। তিনি নূতন কর্মস্থলের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের বিশ্বস্ত অংশীদার জনতা ব্যাংক লিমিটেড পিএলসি। আরো উন্নত ও আধুনিক গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্যে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে গ্রাহকদের সেবা প্রদান করতে হবে। আপনারা গ্রাহকদের প্রতি আন্তরিক হলে ব্যাংকের লেনদেন বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে সফল হবেন। ব্যাংকের সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়