প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:৫৯
ফরিদগঞ্জের সাংবাদিক টিপু পাঠানের ভাইয়ের দাফন সম্পন্ন
ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক আলী হায়দার পাঠান টিপুর মেজো ভাই ইঞ্জিনিয়ার নূরনবী পাঠান (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি........রাজিউন)। গত রোববার (২২ ডিসেম্বর ২০২৪) রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম নূরনবী পাঠান ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার পাঠান বাড়ির মৃত ইয়াসিন পাঠানের মেজো ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকায় স্থানীয় সরকার অধিদপ্তরে প্রকৌশলীর চাকরি করতেন। সোমবার সকালে মরহুম নূরনবী পাঠানের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।