বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২২:২২

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস

নারীরা আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেকে এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করার অনেক উদাহরণ রয়েছে

-------ইউএনও সুলতানা রাজিয়া

প্রবীর চক্রবর্তী।।
নারীরা আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেকে এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করার অনেক উদাহরণ রয়েছে

‘নারী কন্যার সুরক্ষা করি/সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা আক্তার, এসআই জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, নারী উদ্যোক্তা সুলতানা রাজিয়া, রাবেয়া আক্তার ও মিতু দেবনাথ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে জয়িতা হিসেবে পাঁচজন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়। এরা হলেন : রাবেয়া আক্তার, মিতু রাণী দেবনাথ, নাজমা আক্তার, ফাতেমা বেগম ও সুরাইয়া আক্তার।

সভার সভাপতি ইউএনও তাঁর বক্তব্যে বলেন, নারীদের এগিয়ে যাওয়ার জন্যে আরো বেশি সচেতনতা তৈরি করতে হবে। নিজেদের মধ্যে পিছিয়ে থাকার মানসিকতা পরিহার করে প্রতিযোগিতা করে টিকে থাকার, লড়াই করার মানসিকতা তৈরি করতে হবে। বেগম রোকেয়া আমাদের এগিয়ে যেতে ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন। তাঁকে সর্বোচ্চ এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে নারীরা কাজ করছে, যা একটি উল্লেখযোগ্য অগ্রগতি। রোকেয়া পদক দানের মাধ্যমে সরকার পিছিয়েপড়া নারীদের এগিয়ে আসার জন্যে উদ্বুব্ধ করার চেষ্টা করছে। আমাদের বাল্যবিবাহ রোধ করতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে নারীদের নিজেদেরকেই সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, নারীরা আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজে এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করার অনেক উদাহরণ আমাদের সমাজে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়