প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২১:৩৪
মতলব উত্তরে বেগম রোকেয়া দিবসে র্যালি ও আলোচনা
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৪ পালন উপলক্ষে মতলব উত্তর উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি বের করা হয়। পরে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহানারা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী, সাংবাদিক শামসুজ্জামান ডলার, নারী উদ্যোক্তা বিলকিস বেগম প্রমুখ।
সভায় আগামীর নারী প্রজন্ম আরো উন্নতি এবং দেশ অগ্রযাত্রায় অংশীদার হোক, নারীদের আত্মসম্মান আরো উত্তরোত্তর উন্নতি হোক এই প্রত্যাশা করেন নারী উদ্যোক্তারা। এছাড়া দেশ ও সামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহণ আরো সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।