রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮

চাঁদপুরে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জয়িতা সম্মাননা পেলেন ৫ নারী
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৪ পালন উপলক্ষে চাঁদপুর জেলায় জয়িতা সম্মাননাপ্রাপ্ত ৫ নারীকে জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দের সাথে দেখা যাচ্ছে।

চাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৪ পালন উপলক্ষে জেলায় ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) বেলা বারোটার সময় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অবহেলিত রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রত্যেক নারীই জয়িতা। একজন নারীও নেই যে তারা জয়িতা নয় এবং প্রত্যেক নারীই সমাজে নিজ ভূমিকায় কোনো না কোনোভাবে জয় করছে।

|আরো খবর

তিনি আরো বলেন, একজন নারী যখন স্বামীর ঘরে আসে, তখন পরিবারের সদস্যরা তার বিভিন্ন রকম ত্রুটি ধরে। এ প্রতিকূলতাকে জয় করে ওই নারী সেই ঘরে থাকেন এবং নিজেকে মানিয়ে চলেন। জেলা প্রশাসক বলেন, সমাজের অনেক গুরুত্বপূর্ণ কাজে নারীরা জয়ী হচ্ছেন। আমাদের সমাজে নারীরা ব্যবসা করলে অনেকেই অনেক রকম ব্যাখ্যা করেন। নারীরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে বড়ো হয়। আমরা বিশ্বাস করি, সমাজের প্রত্যেক নারী, শিশু ও মায়েরা জয়িতা। তিনি বেগম রোকেয়ার লালিত স্বপ্ন বাস্তবায়নে নারীদের আরও বেশি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এস এম তানভীর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার। এ সময় অনুষ্ঠান সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে 'নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি' এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিপুল সংখ্যক নারীর উপস্থিতি ছিলো লক্ষণীয়। পাঁচ জয়িতা হলেন--অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাসরিন আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোসাম্মৎ মোহছেনা আক্তার, সফল জননী মিনুয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করা রেখা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা তানিয়া ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়