রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭

কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি
কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
কচুয়ায় সড়ক অবরোধের একাংশ।

কচুয়া থানার ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের অনুসারীগণ। মঙ্গলবার বিকেলে উপজেলার উজানী গ্রামের ছাত্রদল নেতাকে মারধর মামলার এজাহারভুক্ত আসামী আজিজুল হক সুমনকে কচুয়া থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে ড. আনম এহসানুল হক মিলনের অনুসারীগণ সুমনকে গ্রেফতারের প্রতিবাদে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে দেয়।

দুপুর সাড়ে ১২টার সময় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে অবরোধকারীগণ জানান, ড. আনম এহসানুল হক মিলনের নির্দেশে সড়কের অবরোধ তুলে নেয়া হয়। এহসানুল হক মিলন সমর্থিত পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার বলেন, আমরা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং ওসি আ. হালিমের অপসারণ দাবি করছি। অবরোধ চলাকালীন সময়ে সকল যানচলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব মোবাইল ফোনে জানান, আমরা সার্বিক বিষয়গুলো দেখছি।

প্রসঙ্গত, ৩ ডিসেম্বর মঙ্গলবার মারধরের ঘটনায় উজানী গ্রামের আলমগীর হোসেনের ছেলে আজিজুল হক সুমনের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ৩। তারিখ: ৩.১২.২০২৪।

ক্যাপসন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়