বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ২২:১৭

মতলবের বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন

রেদওয়ান আহমেদ জাকির
মতলবের বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন

বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের মতলব উপজেলা শাখার সাবেক সভাপতি, মতলবের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইসলামী সোসাইটি মতলব-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ জামায়াতের ইসলামীর সদস্য (রুকন) বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন প্রধান মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা ২৬ নভেম্বর বাদ মাগরিব মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির মো. বিল্লাল হোসাইন মিয়াজী, নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, মরহুমের ভগ্নিপতি ও সাবেক প্যানেল মেয়র মোঃ শাহগিয়াস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতলব দক্ষিণ উপজেলার আমির আব্দুর রশিদ পাটওয়ারী, মরহুমের ছোট ভাই প্রফেসর মো. রায়হান উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন মৃধা, উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোর্শেদ আলম সিরাজী, মরহুমের বড়ো মেয়ের জামাতা বাহার উদ্দিন, মরহুমের ছেলে হাসান আল বান্না প্রমুখ।

পরে মরহুমের লাশ ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির মোঃ বিল্লাল হোসাইন মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলার আমীর আব্দুর রশিদ পাটওয়ারী, পৌর আমীর মো. জসিম উদ্দিন প্রধান, ইসলামী সোসাইটি মতলবের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সফিকুর রহমান, প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ডা. মোঃ দেলোয়ার হোসেনসহ সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়