প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২১:১১
মায়া চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৬ জন আটক
মতলব উত্তরে আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৬জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন : মোহনপুর এলাকার আবুলের ছেলে আরজু সরকার (৪০), জুয়েল প্রধান (৩৭), পিতা- সালামত প্রধান, নবীর হোসেন (২৫), পিতা- কামাল, সিফাত (২৫), পিতা- কাজী সালাউদ্দিন, জুয়েল (৩২), পিতা- আলমগীর ও জীবন সরকার (৩৮), পিতা আতিক উল্লাহ। ১৮ নভেম্বর সোমবার বাদীর পক্ষে শিপন খালাসীর মামলায় পুলিশ তাদেরকে আটক করে। উল্লেখ্য, ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ব্যাপক ভাংচুর ও তাৎক্ষণিক লুটপুট করে ফেরার সময় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বাড়ির ভবনের নিচতলার আসবাবপত্র পুড়ে যায় এবং ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় মায়ার পক্ষে শিপন খালাসী ১৮ নভেম্বর সোমবার সকালে মোহনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও তার ছোট ভাই মতিনকে প্রধান আসামী করে মতলব উত্তর থানায় একটি মামলা করেন। মামলা নং- ২৫- ১৮/১১/২৪-/১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩ ৩০৭//৩২৯/৩৮০/৪৩৬/৪২৭/৫০৬। এছাড়াও মামলার অভিযোগপত্রে নুরুল ইসলাম, ওয়াসিম, মুক্তার, ইউসুফ ও মকবুল নামে অনেককে আসামী করা হয়। তারই প্রেক্ষিতে পুলিশ ৬ জনকে আটক করে।