প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৯:২৪
মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে দেবর-ভাবীর পরকীয়ার সম্পর্কের জেরে একই এলাকার বখাটেদের মারধরে ইকবাল হোসেন (২৩) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় সোমবার (১১ নভেম্বর) বিকেলে হত্যাকারীদের ফাঁসির দাবিতে উপজেলার কালীরবাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।
|আরো খবর
জানা যায়, কালীরবাজারের ইব্রাহিম খানের জাহাজের ডকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন ইকবাল হোসেন। তার সাথে বড়ো ভাই আনোয়ার হোসেনের স্ত্রী ময়না বেগমের পরকীয়া সম্পর্ক ছিলো। এ বিষয়টি আশপাশের এবং তার গ্রামের কিছু লোক জেনে ফেলে। পরবর্তীতে অভিযুক্ত দুর্বৃত্তরা ময়না বেগমের মোবাইলটি কৌশলে চুরি করে নিয়ে যায় এবং মোবাইলের রেকর্ডিংয়ে পরকীয়া সংক্রান্ত কিছু কথাবার্তার তথ্য পায়। গত ৭ নভেম্বর রাতে এই রেকর্ডের কথাগুলোকে কেন্দ্র করে ইকবাল হোসেনের কাছে একই এলাকার মিল্লাত হোসেন, মো. সুজন, আরমান, সাব্বিরসহ ৪/৫ জন বখাটে মিলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। টাকা না দিলে রেকর্ডিংয়ের কথাবার্তা ভাইরাল করে দেয়ার হুমকি দেয়। এক পর্যায়ে তারা ইকবাল হোসেনকে ডেকে নিয়ে কালিরবাজার লঞ্চঘাটে মারধর করে তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যায়। শুক্রবার রাতে এ ঘটনায় আবার ইকবাল হোসেনের ভাবী ময়না বেগমের কাছে টাকার জন্যে চাপ দেয় তারা। তিনি টাকা দিতে না পারায় ইকবাল হোসেনের মোবাইলটিও নিয়ে যায় সুজন ও মিল্লাত হোসেন, সাব্বির ও আরমান। এদিকে মোবাইলের জন্যে ইকবাল হোসেন তাদের কাছে গেলে আবারো তিনি মারধরের শিকার হন। সেখান থেকে ইকবাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঘটনাটি খুবই লজ্জাজনক ও মর্মান্তিক বলে তারা গভীরভাবে শোকাহত। ক্ষিপ্ত এলাকাবাসী খুনিদের গ্রেপ্তার করে ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি জানান প্রশাসনের কাছে ।