প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৯:০৫
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে চাঁদপুর শহরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ অক্টোবর শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ শাহ আলম। সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হারুন আল রশিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলার সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সাবেক ছাত্রনেতা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন ও মাধ্যমিক শিক্ষক পরিষদের জেলা নির্বাহী সদস্য মাহবুবে এলাহী।
সমাবেশে বক্তারা শিক্ষকদের ন্যায্য অধিকার, মানসম্মত জীবনযাপনের নিশ্চয়তা, বৈষম্যপূর্ণ শিক্ষানীতি বাতিল, ইসলামী শিক্ষানীতি চালু, মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য অধিকার, শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ, মাধ্যমিক শিক্ষকদের সহকারী প্রধানদের সপ্তম গ্রেডে উন্নীতকরণ, প্রধানদের ষষ্ঠ গ্রেডে উন্নীতকরণ, পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণসহ বিভিন্ন দাবি নিয়ে কথা বলেন। তারা সবমতের লোকদের নিয়ে জাতীয় শিক্ষা কমিশন গঠনের দাবি জানান।