বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৬

বাগাদীতে ডাকাতিয়ার ভাঙ্গন পরিদর্শনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বাগাদীতে ডাকাতিয়ার  ভাঙ্গন  পরিদর্শনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলায় ডাকাতিয়া নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে সংগঠনের সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাগাদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গাছতলা এলাকায় পরিদর্শনে যান । সেখানে ডিলার বাড়ি গুদারাঘাট থেকে জমাদ্দার বাড়ি ও খান বাড়ি ছোট খালের মুখ পর্যন্ত প্রায় ৮০০ মিটার বিস্তীর্ণ এলাকা নদী ভাঙ্গনের শিকার হওয়ায় বসতের বহু ঘরবাড়ি, ফসলি জমি ও পারিবারিক কবরস্থান বিলীন হয়ে গেছে। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন ধরে আমরা বর্ষা মৌসুমে ডাকাতিয়ার ভাঙ্গনের শিকার হচ্ছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা দিন কাটাচ্ছি। এছাড়াও চলমান বন্যার পানি প্রবাহিত হওয়ার কারণে আমরা আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। ইতিপূর্বে চাঁদপুরের জনপ্রতিনিধি সহ অনেকেই উক্ত এলাকা পরিদর্শন করলেও বিহিত কোনো ব্যবস্থা নেননি।

জনাব শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন ভাঙ্গনগ্রস্তদের কথা শুনে পুনর্বাসনের আশ্বাস দেন। এছাড়াও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থাগ্রহণে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন। পরিদর্শনকালে অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি, জেলা সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, জেলা অর্থ প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি ইমরান হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন ও যুবনেতা বাহাউদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়