প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০০:০০
ডাঃ লিজা ও ডাঃ লাবণী সকলের দোয়া প্রার্থী
ডাঃ জানজিনা আক্তার লাইজু ও ডাঃ লাবণী আক্তার। তাঁদের পিতা শরীফ মাহমুদ জাকারিয়া। তাঁদের পিতা পেশায় গ্রাম্য ডাক্তার (এলএমএফ)। তিনি লিটন ডাক্তার নামেই এলাকায় সমধিক পরিচিত। মাতা মিনারা বেগম একজন গৃহিনী। লিজা ও লাবণী মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে এক সম্ভ্রান্ত ও মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁরা দুজনেই সুবিধাবঞ্চিত মতলব উত্তর উপজেলার চরকাসিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে সপরিবারে চাঁদপুর এসে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাস করেন। ডাঃ লিজা বর্তমানে মতলব সেন্ট্রাল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। আর ছোট বোন ডাঃ লাবণী ৮ অক্টোবর এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন।
|আরো খবর
ডাঃ লিজা ও ডাঃ লাবণী চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, পিএইচএফ-এর ভাতিজি। লিজা এবং লাবণী যাতে গরিব ও অসহায় মানুষের সেবা করতে পারে সেজন্যে সকলের নিকট দোয়া প্রার্থী।